Image description

অনিবার্য কারণবশত বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয় (বিএসসিএস) আয়োজিত সিনিয়র অফিসার পদের আজকের (শুক্রবার) লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। শুক্রবার সকালে এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সিনিয়র অফিসার পদের (Job ID-10220) লিখিত পরীক্ষা আজ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণে তা স্থগিত করা হলো। ফলে নির্ধারিত সময়ে পরীক্ষাটি আর নেওয়া হচ্ছে না।

এতে আরও বলা হয়, স্থগিত হওয়া পরীক্ষার নতুন তারিখ পরবর্তীতে যথাসময়ে জানিয়ে দেওয়া হবে।