Image description

অনিবার্য কারণবশত বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সহকারী পরিচালক/সহকারী সচিব পদে নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) ইউজিসির জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক ড. শামসুল আরেফিনের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সহকারী পরিচালক/সহকারী সচিব পদে শুক্রবারের (১৯ ডি) নিয়োগ পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে।

এতে আরও বলা হয়, নিয়োগ পরীক্ষার নতুন তারিখ পরবর্তীতে জানানো হবে।

এর আগে, এদিন অনিবার্য কারণবশত ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয় (বিএসসিএস) আয়োজিত সিনিয়র অফিসার পদের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে।

এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।