ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই আন্দোলনের অকুতোভয় যোদ্ধা শরীফ ওসমান হাদির জানাজার সময় পরিবর্তন করা হয়েছে। আগামীকাল শনিবার (২০ ডিসেম্বর) দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার জানাজা অনুষ্ঠিত হবে। আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজের এক পোস্টে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
পূর্বে এই জানাজার সময় দুপুর আড়াইটায় নির্ধারণ করা হয়েছিল, তবে বর্তমান সিদ্ধান্ত অনুযায়ী তা আধা ঘণ্টা এগিয়ে দুপুর ২টায় করা হয়েছে। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজা শেষে পরিবারের ইচ্ছা অনুযায়ী তাঁকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে সমাহিত করা হবে।
জানাজাকে কেন্দ্র করে বিশেষ নিরাপত্তা নির্দেশনা জারি করা হয়েছে। প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে বলা হয়েছে, “শহীদ ওসমান হাদির জানাজায় যারা অংশ নিতে আসবেন, তারা কোনো ধরনের ব্যাগ বা ভারী বস্তু বহন না করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। একই সঙ্গে সংসদ ভবন ও এর আশপাশের এলাকায় ড্রোন উড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।”
এর আগে আজ সন্ধ্যা ৬টায় সিঙ্গাপুর থেকে শহীদ ওসমান হাদির মরদেহ ঢাকায় এসে পৌঁছায়। বিমানবন্দর থেকে কড়া নিরাপত্তায় তার মরদেহ সরাসরি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের হিমাগারে নিয়ে যাওয়া হয়েছে। তার মরদেহ দেশে পৌঁছানোকে কেন্দ্র করে বিমানবন্দরসহ রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সেনাবাহিনী ও বিজিবি মোতায়েন করা হয়েছে।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হন ওসমান হাদি। উন্নত চিকিৎসার জন্য তাঁকে সিঙ্গাপুরে পাঠানো হলে গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ৯টা ৪৫ মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে তিনি শাহাদাত বরণ করেন। তার এই শাহাদাতে সারা দেশে শোক ও ক্ষোভের ছায়া নেমে এসেছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন এই হত্যাকাণ্ডের বিচার দাবি করে গভীর শোক প্রকাশ করেছেন।




Comments