Image description

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১৯০ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।

শনিবার (২০ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ১৯০ জনের মধ্যে সর্বোচ্চ ৮৩ জন চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে)। এছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৩৯ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩৭ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৭ জন এবং ময়মনসিংহ বিভাগে ১৪ জন রোগী ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত দেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন এক লাখ এক হাজার ৫৯৭ জন। আক্রান্তদের মধ্যে ৬২ দশমিক ৫ শতাংশ পুরুষ এবং ৩৭ দশমিক ৫ শতাংশ নারী।

এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন ৪১০ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি থাকা রোগীরা চিকিৎসা শেষে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরছেন।

পরিসংখ্যান পর্যালোচনায় দেখা যায়, গত ২০২৪ সালে দেশে মোট এক লাখ এক হাজার ২১৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন এবং এতে মৃত্যু হয়েছিল ৫৭৫ জনের। অন্যদিকে, ২০২৩ সালে ডেঙ্গু পরিস্থিতি ছিল ভয়াবহ; সে বছর দেশে তিন লাখ ২১ হাজার ১৭৯ জন আক্রান্ত হন এবং রেকর্ড এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়েছিল।

চিকিৎসকরা সাধারণ মানুষকে ডেঙ্গু প্রতিরোধে বাড়ির চারপাশ পরিষ্কার রাখতে এবং এডিস মশার বংশবিস্তার রোধে সচেতন হওয়ার পরামর্শ দিচ্ছেন।