বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটাক্ষ করে ফেসবুকে পোস্ট দেওয়ায় সোনাগাজী আল-হেলাল একাডেমির প্রধান শিক্ষক ওমর ফারুককে শোকজ করা হয়েছে। এছাড়া শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছেন বলেও জানিয়েছেন আল-হেলাল সোসাইটির সেক্রেটারি ও পৌর জামায়াতের সেক্রেটারি মো. মহসিন ভূঞা।
তিনি আরও বলেন, ভুল বুঝতে পেরে ওমর ফারুক ফেসবুকে দেওয়া তার স্ট্যাটাস মুছে ফেলেছেন।
এদিকে তার অপসারণ ও দৃষ্টান্তমূলক শান্তি দাবি করে প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে সোনাগাজী পৌর বিএনপি। আহ্বায়ক মঞ্জুর হোসেন বাবর ও সদস্য সচিব নিজাম উদ্দিন ওই প্রেস বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন।
পৌর বিএনপির আহ্বায়ক মঞ্জুর হোসেন বাবর বলেন, ওমর ফারুক আগে আওয়ামী লীগ করতেন। বিদ্যালয়টি বাণিজ্য কেন্দ্র বানিয়ে তিনি বহু টাকার মালিক বনে গেছেন। ফেনী ও ঢাকাসহ বিভিন্নস্থানে জমি ফ্ল্যাট ক্রয় করেছেন। তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
এছাড়া তার দৃষ্টান্তমূলক শান্তি ও অপসারণ দাবি করে ছাত্রদল, যুবদলসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে নিন্দার ঝড় উঠেছে।




Comments