Image description

একুশে ফেব্রুয়ারি (শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস) ও শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন হিসেবে পালিত মে দিবস এবং সরস্বতী (হিন্দু সম্প্রদায়ের বিশ্বাসমতে জ্ঞান ও বিদ্যার দেবী) পূজার ছুটি বাতিল করে আসন্ন ২০২৬ শিক্ষাবর্ষের ছুটির তালিকা প্রকাশ করেছে সরকার। শিক্ষা মন্ত্রণালয় দেশের মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের জন্য ছুটির এই তালিকা প্রকাশ করেছে।

উপসচিব সাবিনা ইয়াসমিন স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনে বলা হয়েছে, কোনো সরকারি কর্মকর্তার পরিদর্শন উপলক্ষে বিদ্যালয় ছুটি দেওয়া যাবে না এবং সংবর্ধনা/পরিদর্শন উপলক্ষে শিক্ষার্থীদের ক্লাস বন্ধ করা যাবে না। সংবর্ধিত/পরিদর্শনকারী ব্যক্তির প্রতি সম্মান প্রদর্শনের জন্য শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করানো যাবে না।

প্রকাশিত ছুটির তালিকা অনুযায়ী, এবার মোট ছুটি রাখা হয়েছে ৬৪ দিন; যা বিদায়ী ২০২৫ শিক্ষাবর্ষের তুলনায় মোট ১২ দিন কম। ছুটি কমানোকে কেউ কেউ ইতিবাচকভাবে দেখলেও জাতীয় চেতনা, ধর্মীয় আবেগ ও মেহনতি মানুষের অধিকার আদায়ের দিনের ছুটি বাতিলকে নেতিবাচকভাবে দেখছেন অনেকে।

সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী সুব্রত চৌধুরী গতকাল সোমবার বলেন, ‘এরা (অন্তর্বর্তী সরকার) তো তুঘলকি কাণ্ড শুরু করেছে। এদের তো জনগণের ম্যান্ডেট নেই। এরা করবে এখন রুটিন কাজ। জাতীয় নির্বাচনের আর কদিন মাত্র বাকি। এখন তাদের কাজ হচ্ছে একটা ভালো নির্বাচন দিয়ে নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা তুলে দেওয়া। প্রধান উপদেষ্টা বলেছেন যে, তারা রিসেট বাটনে চাপ দিয়েছেন। কাজকর্মেও তারা তাই বোঝাচ্ছেন। তারা তো দেখছি ইতিহাস, ঐতিহ্য সব ওলট-পালট করে দিচ্ছেন, সব তছনছ করে দিচ্ছেন। যা-ই হোক, আশা করি গণতান্ত্রিক সরকার এসে এগুলো আবার ঠিক করবে।’

প্রজ্ঞাপন অনুযায়ী, আসছে ২০২৬ সালে শবে মিরাজ, জন্মাষ্টমী, আশুরাসহ বেশ কয়েকটি ধর্মীয় ও জাতীয় দিবসেও আর বিদ্যালয় বন্ধ থাকবে না। পাশাপাশি পবিত্র রমজান মাসের প্রায় পুরো সময়ই স্কুল খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত রবিবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি মাধ্যমিক-১ শাখা থেকে প্রকাশিত ছুটির তালিকা পর্যালোচনা করে দেখা যায়, ২০২৬ সালে পবিত্র রমজান ও ঈদুল ফিতরের ছুটি শুরু হবে ৮ মার্চ থেকে। চাঁদ দেখার ওপর নির্ভর করে আগামী ১৭ ফেব্রুয়ারি থেকেই রোজা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। সে অনুসারে ২১ রমজান পর্যন্ত শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে অংশ নিতে হবে। অর্থাৎ রমজান মাসে বেশির ভাগই  স্কুল খোলা থাকবে।

উল্লেখ্য, বিদায়ী ২০২৫ সালে রোজা, দোলযাত্রা, স্বাধীনতা দিবস, জুমাতুল বিদা, শবে কদর ও ঈদুল ফিতর উপলক্ষে মোট ২৮ দিন ছুটি রাখা হয়েছিল। তবে আসন্ন ২০২৬ সালে এসব দিবস মিলিয়ে ছুটি কমিয়ে ১৯ দিন নির্ধারণ করা হয়েছে।

ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন মিলিয়ে আগে যেখানে ১৫ দিন ছুটি ছিল, সেখানে ২০২৬ সালে তা কমিয়ে ১২ দিন করা হয়েছে। শীতকালীন ছুটি থেকেও এক দিন ছুটি কমানো হয়েছে এতে।

২০২৬ সালের জন্য প্রকাশিত ছুটির তালিকা অনুযায়ী একুশে ফেব্রুয়ারি (শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস), মে দিবস, শবে মিরাজ, সরস্বতী পূজা, বুদ্ধ পূর্ণিমা, আশুরা, শুভ জন্মাষ্টমী, মধু পূর্ণিমা ও শুভ মহালয়ার মতো গুরুত্বপূর্ণ দিবসগুলোতে আর বিদ্যালয় বন্ধ থাকবে না।

জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ দিবসগুলো ২১ ফেব্রুয়ারি, ২৬ মার্চ, বাংলা নববর্ষ ও ১৬ ডিসেম্বর যথাযোগ্য মর্যাদায় বিদ্যালয়ে উদযাপন করতে হবে।