Image description

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন কার্য সম্পন্ন উপলক্ষ্যে রাজধানীর কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় যানবাহন চলাচল সীমিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন কার্য সম্পন্ন উপলক্ষ্যে ঢাকা শহরের কলেজ গেট মোড় (রেসিডেন্সিয়াল মডেল কলেজ), আইডিবি ভবন মোড় ও বিজয় সরণি এলাকায় সকাল ০৮০০ ঘটিকা থেকে যানবাহন চলাচল সীমিত থাকবে। সর্বসাধারণের জন্য পায়ে হাঁটার পথ উন্মুক্ত থাকবে। 

এতে আরও বলা হয়, বিষয়টি সবাইকে  বিবেচনায় রেখে চলাচল পরিকল্পনা করার জন্য অনুরোধ জানানো হলো। সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত।