Image description

গুলশানে তারেক রহমানের বাসভবন থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মরদেহ বহনকারী গাড়িটি মানিক মিয়া অ্যাভিনিউয়ের উদ্দেশ্যে রওনা হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে জাতীয় পতাকায় মোড়ানো মরদেহবাহী গাড়িটি সেখান থেকে বের হয়।

মানিক মিয়া অ্যাভিনিউতেই খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। সেখানে দেশি-বিদেশি শীর্ষ নেতা ও কূটনীতিকদের পাশাপাশি সর্বস্তরের মানুষ তাঁর প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করবেন।

এদিন সকাল ৯টার দিকে গাড়িটি এভারকেয়ার হাসপাতাল থেকে তারেক রহমানের গুলশানের ১৯৬ নম্বর বাসায় নেওয়া হয়েছিলো। সেখানে তাকে শেষবারের মতো শ্রদ্ধা জানান স্বজন ও বিএনপি'র নেতা কর্মীরা।