Image description

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রাক্কালে সরকারি নির্দেশনা মেনে টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে বড় ধরনের জমায়েত না করার সিদ্ধান্ত নিয়েছে তাবলিগ জামাত। খুরুজের জোড় উপলক্ষে ইজতেমা ময়দানে যে বিশাল প্যান্ডেল নির্মাণ করা হয়েছিল, তা ইতোমধ্যে খুলে ফেলার কাজ শুরু হয়েছে।

বুধবার (৩১ ডিসেম্বর) তাবলিগ জামাত বাংলাদেশের (শুরায়ী নেজাম) মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে নির্বাচনের আগে তুরাগ তীরে কোনো ধরনের সমাবেশ বা অনুষ্ঠান না করার অনুরোধ জানানো হয়েছে। প্রশাসনের এই সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে মুরুব্বিরা টঙ্গী মাঠে নির্ধারিত জমায়েত স্থগিত করেছেন।

আগামী ২, ৩ ও ৪ জানুয়ারি অনুষ্ঠিতব্য ‘খুরুজের জোড়’-এ যারা অংশ নেওয়ার প্রস্তুতি নিয়েছিলেন, তাদেরকে টঙ্গী মাঠে না এসে নিজ নিজ জেলা ও এলাকা থেকে আল্লাহর রাস্তায় (চিল্লা ও তিন চিল্লার জন্য) বের হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া যারা ইতোমধ্যে চিল্লা থেকে টঙ্গী মাঠে ফেরার কথা ছিল, তাদেরকেও ইজতেমা মাঠে না এসে নিজ নিজ গন্তব্যে ফিরে যাওয়ার জন্য মুরুব্বিদের পক্ষ থেকে জানানো হয়েছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-৬ শাখা থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে নির্বাচনপূর্ব সময়ে টঙ্গী ইজতেমা ময়দানে কোনো ধরনের সমাবেশ বা জোড় আয়োজন করা যাবে না। এই চিঠির প্রেক্ষিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে।

হাবিবুল্লাহ রায়হান আরও জানান, জাতীয় সংসদ নির্বাচন শেষ হওয়ার পর সুবিধাজনক সময়ে টঙ্গীতে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। ততক্ষণ পর্যন্ত টঙ্গী মাঠে কোনো ধরনের জমায়েত বা কর্মসূচি পালন করা হবে না। বর্তমানে মাঠের প্যান্ডেল ও অন্যান্য অবকাঠামো সরিয়ে নেওয়ার কাজ দ্রুত গতিতে চলছে।

মানবকন্ঠ/আরআই