Image description

ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্টার (এনইআইআর) কার্যক্রম চালুর প্রতিবাদে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ভবনে হামলা ও ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধ মোবাইল ব্যবসায়ীরা। বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেল ৪টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি ভবনের সামনে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও বিটিআরসি সূত্রে জানা গেছে, কয়েকশ মোবাইল ব্যবসায়ী বিটিআরসি ভবনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা ভবন লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকেন। হামলায় ভবনের বিভিন্ন তলার কাচ ভেঙে যায়। বিশেষ করে হামলার সময় ভবনের মসজিদে বিটিআরসির কর্মকর্তা-কর্মচারীরা আসরের নামাজ পড়ছিলেন, ঢিলের আঘাতে মসজিদের কাচ ভেঙে পড়লে সেখানে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

হঠাৎ এই আক্রমণে বিটিআরসি ভবনের ভেতরে থাকা কর্মকর্তা-কর্মচারীরা অবরুদ্ধ হয়ে পড়েন। প্রতিষ্ঠানটির একজন কর্মকর্তা গণমাধ্যমকে জানান, ‘হঠাৎ করে কয়েকশ মানুষ এসে ভবনে ইটপাটকেল ছুড়তে শুরু করে। অফিসের সময় শেষ হলেও নিরাপত্তার কারণে আমরা কেউ ভবন থেকে বের হতে পারছি না। ভবনের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে।’

মূলত দেশে অবৈধ ও চোরাই হ্যান্ডসেট বন্ধের লক্ষ্যে এনইআইআর ব্যবস্থা পুনরায় কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে বিটিআরসি। এর মাধ্যমে নেটওয়ার্কে নতুন যুক্ত হওয়া অবৈধ হ্যান্ডসেটগুলো সয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। এর আগে ব্যবসায়ীদের দাবির মুখে তাদের স্টকে থাকা হ্যান্ডসেটের তথ্য জমা দেওয়ার সময়সীমা ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছিল কমিশন। বুধবার সেই সময়সীমা শেষ হওয়ার পর আজ থেকেই এনইআইআর কার্যক্রম পুরোদমে শুরু হওয়ায় ব্যবসায়ীরা এই বিক্ষোভ ও হামলা চালান।

শেষ খবর পাওয়া পর্যন্ত, বিটিআরসি ভবনের সামনে উত্তেজনা বিরাজ করছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে।

মানবকন্ঠ/আরআই