Image description

জলাতঙ্ক মোকাবিলায় চট্টগ্রাম নগরীতে ১৫ হাজার কুকুরকে টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। আগামী ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত নগরীর ৪১টি ওয়ার্ডে এ টিকাদান কর্মসূচি চলবে। 

আজ বৃহস্পতিবার দুপুরে নগরের টাইগারপাস অস্থায়ী নগর ভবনে অ্যাডভোকেসি সভায় চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ইমাম হোসেন রানা এ তথ্য জানান।

ইমাম হোসেন রানা বলেন, জলাতঙ্ক রোগ নির্মূলের লক্ষ্যেই নগরজুড়ে কুকুরের ভ্যাকসিনেশন কার্যক্রম নেওয়া হয়েছে। ২০২৩ সালের শেষে প্রায় সাড়ে ১৩ হাজার কুকুরকে টিকা দেওয়া হয়েছিল। তবে কুকুরের সংখ্যা বেড়ে যাওয়ায় এবার প্রাথমিকভাবে ১৫ হাজার কুকুরকে টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। প্রয়োজনে টিকার সংখ্যা আরও বাড়ানো হবে।

তিনি আরও জানান, এর আগে স্বাস্থ্য বিভাগের একটি প্রতিনিধি দল ঢাকা থেকে এসে পরিস্থিতি পর্যালোচনা করেছে। তাদের পরামর্শ অনুযায়ী ৫ থেকে ৯ জানুয়ারি টিকাদান কর্মসূচির সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

এদিকে ২৫০ শয্যাবিশিষ্ট চট্টগ্রাম জেনারেল হাসপাতালের তথ্য অনুযায়ী, গত পাঁচ বছরে সেখানে জলাতঙ্কের টিকা নেওয়া রোগীর সংখ্যা চারগুণ বেড়েছে। চট্টগ্রামে সরকারি পর্যায়ে এই হাসপাতালেই জলাতঙ্কের টিকা দেওয়া হয়।

হাসপাতালের তথ্যমতে, ২০২১ সালে ৬ হাজার ৭০৯ জন জলাতঙ্কের টিকা নেন। ২০২২ সালে এ সংখ্যা দাঁড়ায় প্রায় ৮ হাজারে। ২০২৩ সালে ১৪ হাজার ৩৩০ জন এবং ২০২৪ সালে প্রায় ২৪ হাজার ব্যক্তি টিকা নেন। সর্বশেষ ২০২৫ সালের নভেম্বর পর্যন্ত প্রায় ২৬ হাজার মানুষ জলাতঙ্কের টিকা নিয়েছেন। টিকা নেওয়া রোগীদের সিংহভাগই কুকুর ও বিড়ালের কামড় বা আঁচড়ে আক্রান্ত ছিলেন। অল্প কিছু ক্ষেত্রে অন্যান্য প্রাণীর কামড়েও জলাতঙ্কের ঝুঁকি দেখা গেছে।

সভায় চট্টগ্রামের সিভিল সার্জন জাহাঙ্গীর আলম চৌধুরী, সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা আশরাফুল আমিন এবং প্রধান শিক্ষা কর্মকর্তা কিসিঞ্জার চাকমাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।