Image description

বাংলাদেশের সংবিধানের অন্যতম প্রণেতা ও গণফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি ড. কামাল হোসেন গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। শুক্রবার (২ জানুয়ারি) তাঁকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

গণফোরামের সাধারণ সম্পাদক মিজানুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ড. কামাল হোসেন বর্তমানে ফুসফুসজনিত সমস্যায় ভুগছেন। তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকদের পরামর্শে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। পরিবারের পক্ষ থেকে ড. কামাল হোসেনের দ্রুত আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

উল্লেখ্য, ৮৯ বছর বয়সী এই প্রবীণ রাজনীতিবিদকে সর্বশেষ গত বুধবার (৩১ ডিসেম্বর) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে দেখা গিয়েছিল। সেখানে তিনি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিয়েছিলেন।

বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল স্কয়ার হাসপাতালে তাঁর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন। তাঁর অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর রাজনৈতিক অঙ্গনের বিভিন্ন নেতা ও শুভাকাঙ্ক্ষীরা উদ্বেগ প্রকাশ করেছেন।

মানবকন্ঠ/আরআই