রাজধানী ঢাকা থেকে চাইলেই হুট করে ব্যাটারিচালিত রিকশা উঠিয়ে দেওয়া সম্ভব নয় বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা ফাওজুল কবির খান। শনিবার (৩ জানুয়ারি) এক অনুষ্ঠানে তিনি বলেন, এই যানের সঙ্গে অসংখ্য চালকের জীবিকা ও তাঁদের পরিবারের ভাগ্য জড়িত।
উপদেষ্টা ফাওজুল কবির খান জানান, ঢালাওভাবে বন্ধ না করে এসব রিকশাকে একটি সুশৃঙ্খল কাঠামোর মধ্যে নিয়ে আসার পরিকল্পনা করছে সরকার। তিনি আরও উল্লেখ করেন, সড়কে শৃঙ্খলা ফেরাতে যত্রতত্র গাড়ি থামানোর প্রবণতা কঠোরভাবে বন্ধ করা হবে।
একই অনুষ্ঠানে স্থানীয় সরকার উপদেষ্টা আদিলুর রহমান খান জানান, শ্রমজীবী মানুষকে সম্পৃক্ত করে নগরীকে নিরাপদ রাখতে 'ই-রিকশা' প্রকল্প হাতে নেওয়া হয়েছে। তিনি বলেন, "উন্নত প্রযুক্তি ব্যবহার করে প্রথমে নির্দিষ্ট কিছু এলাকায় এবং পর্যায়ক্রমে পুরো শহরে পরিবেশবান্ধব ই-রিকশা চলাচলের ব্যবস্থা করা হবে।"
স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তারা জানান, ব্যাটারিচালিত রিকশাকে একটি আইনি ও কাঠামোগত রূপ দিতে কাজ চলছে, যাতে এটি জনভোগান্তির কারণ না হয়ে সুশৃঙ্খল গণপরিবহন হিসেবে কাজ করতে পারে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী আব্দুল হাফিজ, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. মাহমুদুল হাসানসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সরকারের এই অবস্থানের ফলে রাজধানী জুড়ে চলাচলরত লক্ষাধিক ব্যাটারিচালিত রিকশা চালকদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরবে বলে ধারণা করা হচ্ছে। তবে যানজট নিরসন ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার এসব রিকশার রুট এবং শৃঙ্খলা নির্ধারণে কঠোর পদক্ষেপ নেবে বলেও জানানো হয়।
মানবকন্ঠ/আরআই




Comments