ঘন কুয়াশার কারণে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় চার ঘণ্টা বিমান চলাচল বন্ধ ছিল। এই সময়ে রানওয়েতে নামতে না পারা আটটি ফ্লাইটকে বিকল্প বিমানবন্দরে সরিয়ে নেওয়া (ডাইভার্ট) হয়েছে।
বিমানবন্দর সূত্র জানায়, রবিবার ভোরে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় রানওয়ের দৃষ্টিসীমা বা ‘ভিজিবিলিটি’ অস্বাভাবিকভাবে কমে আসে। ফলে নিরাপত্তার স্বার্থে কোনো উড়োজাহাজ অবতরণ করতে পারেনি। অবতরণে ব্যর্থ হওয়া ৮টি ফ্লাইটের মধ্যে ৬টিকে পাঠানো হয়েছে সিলেটে। এছাড়া একটি ফ্লাইট ভারতের কলকাতায় এবং অন্য একটি ভিয়েতনামের হ্যানয় বিমানবন্দরে অবতরণ করেছে।
এদিকে আবহাওয়ার কারণে আকস্মিক এই সূচি বিপর্যয়ে চরম ভোগান্তিতে পড়েছেন কয়েক হাজার যাত্রী। দীর্ঘ সময় বিমানবন্দরে ও আকাশে অপেক্ষার পর বিকল্প গন্তব্যে অবতরণ করায় চরম বিড়ম্বনার শিকার হতে হয় তাদের।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, দৃষ্টিসীমা ৮০০ থেকে ১০০০ মিটারের নিচে নেমে এলে রানওয়েতে নিরাপদ অবতরণ অসম্ভব হয়ে পড়ে। রবিবার ভোরে পরিস্থিতি এর চেয়েও খারাপ হওয়ায় কর্তৃপক্ষ উড়োজাহাজ চলাচল সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়। পরবর্তীতে কুয়াশা কেটে গিয়ে দৃশ্যমানতা বৃদ্ধি পেলে পুনরায় স্বাভাবিক কার্যক্রম শুরু হয়।




Comments