Image description

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর পেশাদারিত্ব বজায় রাখার নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশনার (অব.) ব্রিগেডিয়ার আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি স্পষ্ট জানিয়েছেন, নির্বাচনে কোনো পক্ষ অবলম্বন করার সুযোগ নেই এবং লুকোচুরির কোনো অবকাশ থাকবে না।

সোমবার (৫ জানুয়ারি) সকালে বান্দরবান জেলা পুলিশ লাইন্সে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে এক বিশেষ মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ইসি সানাউল্লাহ বলেন, "স্বচ্ছতা, নিরপেক্ষতা ও দৃঢ়তা—এই তিনটি মূল নীতির ওপর ভিত্তি করেই আগামী নির্বাচন পরিচালিত হবে। আইন অনুযায়ী কাজ করতে হবে এবং সম্পূর্ণ পেশাদারিত্ব বজায় রাখতে হবে। কোনো অবস্থাতেই দৃঢ়তা হারানো যাবে না।"

বিগত নির্বাচনগুলোর সমালোচনা করে তিনি বলেন, অতীতে শুধু নির্বাচন কমিশন নয়, বরং দেশের প্রায় প্রতিটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান কলঙ্কিত হয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে তিনি এসব প্রতিষ্ঠানের হারিয়ে যাওয়া ভাবমূর্তি পুনরুদ্ধারের একটি বড় সুযোগ হিসেবে অভিহিত করেন। তিনি মনে করিয়ে দেন যে, জুলাই আন্দোলনের অন্যতম প্রেক্ষাপট ছিল দেশে সত্যিকারের গণতন্ত্রের অভাব এবং বারবার ত্রুটিপূর্ণ নির্বাচন।

মাঠে আইনশৃঙ্খলা রক্ষার প্রধান দায়িত্ব পুলিশের ওপর ন্যস্ত থাকবে উল্লেখ করে তিনি বলেন, পুলিশ সার্বক্ষণিক মাঠে থাকবে এবং অন্যান্য বাহিনী তাদের সহায়তা করবে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অত্যন্ত সতর্কতার সাথে দায়িত্ব পালন করতে হবে। তিনি আরও বলেন, "নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বাহিনীগুলো প্রয়োজনীয় প্রশিক্ষণ নিয়েছে। এখন থেকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে, কোনো অবস্থাতেই নির্বাচনকে বিতর্কিত হতে দেওয়া যাবে না।"

নির্বাচন কমিশনারের এই কড়া বার্তা থেকে স্পষ্ট যে, কমিশন এবার একটি গ্রহণযোগ্য ও কলঙ্কমুক্ত নির্বাচন উপহার দিতে বদ্ধপরিকর, যেখানে কোনো ধরনের অনিয়ম বা শৈথিল্য সহ্য করা হবে না।

মানবকণ্ঠ/আরআই