রাজধানীর উত্তরার দিয়াবাড়ীতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বিচার ও ক্ষতিপূরণের দাবিতে সোচ্চার হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটির ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তারা তাদের দাবিগুলো তুলে ধরেন।
গত বছরের ২১ জুলাইয়ের সেই মর্মান্তিক দুর্ঘটনায় শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকসহ বেশ কয়েকজন প্রাণ হারান। ক্ষতিগ্রস্তদের দাবি, তদন্ত প্রতিবেদনে পাইলটের উড্ডয়নজনিত ত্রুটি এবং বিমানবাহিনীর রক্ষণাবেক্ষণে অবহেলার প্রমাণ পাওয়া গেছে। এছাড়া স্কুল কর্তৃপক্ষ বিল্ডিং কোড অমান্য করে ভবন নির্মাণ করায় ক্ষয়ক্ষতির পরিমাণ বৃদ্ধি পেয়েছে বলেও তারা অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে উত্থাপিত ৫ দফা দাবি:
১. তদন্ত প্রতিবেদন অনুযায়ী দোষী পাইলট এবং বিল্ডিং কোড অমান্যকারী স্কুল কর্তৃপক্ষের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা। এছাড়া সাবেক বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নানের (অব.) বিরুদ্ধে ওঠা ৩ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ তদন্ত করে সেই অর্থ থেকে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ প্রদান।
২. ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করতে হাইকোর্টে দায়ের করা রিট পিটিশন অনুযায়ী দ্রুত ক্ষতিপূরণ প্রদান করা।
৩. নিহত শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের ‘শহীদী মর্যাদা’ ও রাষ্ট্রীয় সনদ প্রদান করা এবং তাদের স্মৃতি রক্ষার্থে দুর্ঘটনাস্থলে একটি মেমোরিয়াল নির্মাণ করা।
৪. প্রতি বছর ২১ জুলাইকে ‘জাতীয় শিক্ষা শোক দিবস’ ঘোষণা করা, উত্তরার ওই এলাকায় একটি আধুনিক মসজিদ কমপ্লেক্স নির্মাণ এবং নিহত শিশুদের কবরের স্থায়ী রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করা।
৫. ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য দীর্ঘমেয়াদী এবং প্রয়োজনীয় পুনর্বাসন নিশ্চিত করা।
সংবাদ সম্মেলনে শোকসন্তপ্ত পরিবারের সদস্যরা বলেন, স্বজন হারানোর বেদনা অপূরণীয়, কিন্তু যথাযথ বিচার এবং ক্ষতিপূরণ নিশ্চিত করা হলে তাদের প্রতি কিছুটা হলেও সম্মান প্রদর্শন করা হবে। তারা এই দাবিগুলো দ্রুত বাস্তবায়নে সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন।
মানবকণ্ঠ/আরআই




Comments