জামালপুরে ছুরিকাঘাতে জিহাদ হাসান (১৬) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। বুধবার রাতে গহেরপাড়া মসজিদের পাশে এ ঘটনা ঘটে।
জানা যায়, জিহাদ জামালপুর সদরের পশ্চিম গহেরপাড়া গ্রামের ফিরোজ মিয়ার ছেলে। সে নারিকেলী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।
জিহাদের ভাই সাকিব জানান, মাগরিবের নামাজের পর এলাকায় সবাই মিলে মুড়ি পার্টির আয়োজন করে। সেখানে তুচ্ছ ঘটনার জেরে একই এলাকার আবুল কাশেমের ছেলে মুন্না এবং সাইদ নামে অপর এক তরুণের মধ্যে হাতাহাতি হয়।
কথা কাটাকাটির এক পর্যায়ে জিহাদের পেছন থেকে মুন্না ছুরিকাঘাত করে। পরে গুরুতর অবস্থায় জিহাদকে জামালপুর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জামালপুর থানার ওসি মিজানুর রহমান বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
তিনি জানান, অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।




Comments