ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার শেষ দিনেও রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) ভবনে প্রার্থীদের দীর্ঘ লাইন লক্ষ্য করা গেছে। শুক্রবার (৯ জানুয়ারি) সকাল থেকেই সংক্ষুব্ধ মনোনয়ন প্রত্যাশীরা তাদের আবেদন জমা দিতে ইসি চত্বরে ভিড় করেন।
নির্বাচন কমিশন সচিবালয় সূত্রে জানা গেছে, গত ৫ জানুয়ারি থেকে শুরু হওয়া এই আপিল প্রক্রিয়ায় আজ দুপুর পর্যন্ত প্রায় সাড়ে ৫০০টি আবেদন জমা পড়েছে। মূলত রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করেই প্রার্থীরা ইসির দ্বারস্থ হয়েছেন।
আপিলে আসা প্রার্থীদের অধিকাংশের অভিযোগের মূলে রয়েছে স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে বাধ্যতামূলক ‘এক শতাংশ ভোটারের স্বাক্ষর’ সংক্রান্ত জটিলতা। অনেক প্রার্থীর দাবি, তাদের দেওয়া ভোটারের তথ্য সঠিক থাকলেও যাচাই প্রক্রিয়ায় ভুলভাবে তা বাতিল করা হয়েছে।
ইসি কর্মকর্তারা জানিয়েছেন, প্রাপ্ত আপিলগুলোর ওপর শুনানি শুরু হবে আগামীকাল ১০ জানুয়ারি থেকে, যা চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত। প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য কমিশনারদের সমন্বয়ে গঠিত বেঞ্চে এই শুনানি অনুষ্ঠিত হবে। শুনানিতে যারা নিজেদের প্রার্থিতা ফিরে পাবেন, তারা নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পাবেন।
উল্লেখ্য, মনোনয়নপত্র বাছাইয়ের সময় বিভিন্ন ত্রুটির কারণে অনেক হেভিওয়েট ও স্বতন্ত্র প্রার্থীর আবেদন বাতিল করেছিলেন রিটার্নিং কর্মকর্তারা। সেই সিদ্ধান্ত পুনর্বিবেচনার শেষ সুযোগ হিসেবেই আজ প্রার্থীরা কমিশনে আপিল দাখিল করেছেন।
মানবকণ্ঠ/আরআই




Comments