Image description

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার লেলাং ইউনিয়নের শাহানগর গ্রামে দুর্বৃত্তদের গুলিতে মুহাম্মদ জামাল নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় নাছির নামে আরও একজন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

নিহত মুহাম্মদ জামাল লেলাং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বশরত আলী মিস্ত্রির বাড়ির মৃত ইউসুফের ছেলে। তিনি জামায়াত-শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জামাল ও নাছির মোটরসাইকেলে করে গহিরা–ফটিকছড়ি সড়ক হয়ে শাহানগর দিঘীরপাড় এলাকা দিয়ে যাচ্ছিলেন। এ সময় আগে থেকেই পিছু নেওয়া অপর একটি মোটরসাইকেলে থাকা দুর্বৃত্তরা অতর্কিতভাবে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে।

গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই জামালের মৃত্যু হয়। আহত নাছিরকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সেলিম জানান, অজ্ঞাত দুর্বৃত্তের গুলিতে একজন নিহত হয়েছেন। নিহত জামাল শিবিরের নাম ব্যবহার করে চাঁদাবাজিতে জড়িত ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।