ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের বাকি আছে আর এক মাস। এরই মধ্যে গণভোটের ব্যালট মাঠে পাঠানোর কাজ শেষ করেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, ব্যালটের সংখ্যা বেশি হলেও সংসদ নির্বাচন ও গণভোটের ব্যালট এক দিন আগে-পরে পাঠানো যেত। কিন্তু এত দিন আগে পাঠানোর ফলে জনমনে এক ধরনের শঙ্কা তৈরি হতে পারে।
সোমবার (১২ জানুয়ারি) ইসি সূত্র গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে।
ইসি সূত্র জানায়, যেহেতু সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে, তাই দুই ধরনের ব্যালটের সংখ্যা হবে প্রায় ২৬ কোটি। এত বিপুলসংখ্যক ব্যালট পেপার কেন্দ্রীয়ভাবে সংরক্ষণ করা কঠিন। সে কারণে গণভোটের ব্যালট আগে ছাপিয়ে সব রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানোর কাজ শেষ করা হয়েছে।
মাঠপর্যায়ে এসব ব্যালট জেলা প্রশাসক (ডিসি) কার্যালয়ের ট্রেজারিতে সংরক্ষণ করা হবে। গত ৬ জানুয়ারি থেকে সোমবার (১২ জানুয়ারি) পর্যন্ত ব্যালট পেপার পাঠানোর কাজ সম্পন্ন হয়েছে। এ ছাড়া ভোটের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য সামগ্রীও পাঠানো হচ্ছে। তবে এক মাস আগে মাঠে ব্যালট গেলেও ভোটকেন্দ্রে এসব ব্যালট নির্বাচনের আগের রাতে পৌঁছানো হবে।
তিনি আরও বলেন, আগামী ২১ জানুয়ারি প্রার্থিতা চূড়ান্ত হওয়ার পর ২৩ জানুয়ারি থেকে সংসদ নির্বাচনের ব্যালট পেপার ছাপানোর কাজ শুরু হবে।




Comments