নাগরিক ঐক্যের ঢাকা মহানগর উত্তরের সাবেক সদস্য সচিব ও কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য, বিশিষ্ট সমাজসেবক এবং শিক্ষানুরাগী ইব্রাহিম মোল্লা আর নেই। সোমবার রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তার মৃত্যুতে নাগরিক ঐক্যের নেতাকর্মীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। দলের সভাপতি মাহমুদুর রহমান মান্না ও সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার এক যৌথ শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে গভীর শোক প্রকাশ করেছেন।
শোকবার্তায় তারা বলেন, “ইব্রাহিম মোল্লা ছিলেন একজন নিবেদিতপ্রাণ সমাজসেবক ও শিক্ষাপ্রেমী ব্যক্তিত্ব। নাগরিক ঐক্যের গঠন ও সংগঠনের প্রাথমিক পর্যায়ে তার অবদান ছিল অসামান্য। ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব হিসেবে এবং কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে তিনি দলের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন। তার সততা, নিষ্ঠা ও মানবিকতা সবাইকে অনুপ্রাণিত করতো। তার এই অকাল প্রয়াণে আমরা গভীরভাবে শোকাহত।”
নাগরিক ঐক্যের নেতৃত্ব মরহুমের পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, “আল্লাহ তায়ালা তার রুহকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণের তৌফিক দান করুন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।”
ইব্রাহিম মোল্লা দীর্ঘদিন ধরে সমাজসেবা, শিক্ষা বিস্তার এবং গণতান্ত্রিক আন্দোলনে নিরলস কাজ করে গেছেন। নাগরিক ঐক্যের মাধ্যমে তিনি দেশের গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেছেন। তার মৃত্যুতে দলের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক মহল থেকেও শোক প্রকাশ করা হয়েছে।
নাগরিক ঐক্য পরিবারের পক্ষ থেকে তার প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়েছে এবং তার আদর্শ অনুসরণ করে দেশ ও সমাজের কল্যাণে কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে।




Comments