Image description

দেশে ব্যবহারের উপযোগী পোস্টাল ব্যালটের নকশায় পরিবর্তন আনতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। তবে প্রবাসীদের জন্য বিদেশে পাঠানো পোস্টাল ব্যালটের ডিজাইনে কোনো পরিবর্তন হবে না। শনিবার সকালে নির্বাচন কমিশনার মো. আবদুর রহমান মাসউদ মিডিয়াকে এ তথ্য জানিয়েছে।

আব্দুর রহমানেল মাছউদ জানান, পোস্টাল ব্যালটে কোনো পরিবর্তন হবে না। তবে ইন কান্ট্রি বা দেশের অভ্যন্তরে পরিবর্তনসহ প্রার্থীর নাম রাখার বিষয়টি বিবেচনাধীন। 

ইসি মাছউদ আরও জানান, বিদেশে পাঠানো ব্যালটের মতো সব প্রতীক আর থাকছে না। নতুন ডিজাইনের পোস্টাল ব্যালটে শুধু চূড়ান্ত প্রার্থীর নাম ও প্রতীক থাকবে।

এর আগে গতকাল শুক্রবার রাতে এক অনানুষ্ঠানিক বৈঠকে নির্বাচন কমিশন এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।