Image description

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেক) আগুন লেগেছে। শনিবার (১৭ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে হাসপাতালের নতুন ভবনের ৬ তলায় এ আগুনের ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন মমেক হাসপাতালের সিনিয়র স্টোর অফিসার ড. ঝন্টু সরকার। 

জানা যায়, আগুনের খবরে হাসপাতালে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে অনেক স্বজন রোগী নিয়ে তাড়াহুড়া করে হাসপাতাল ভবন থেকে নেমে যান। 

ময়মনসিংহ ফায়ার সার্ভিসের কর্মী আবু সায়িদ বলেন, বিকাল সাড়ে ৪টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের ৬ তলায় আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট। প্রায় ১৫ মিনিটের মাথায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসে।