Image description

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে গণভবনে নির্মাণাধীন জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের চূড়ান্ত পর্যায়ের কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন। তিনি জাদুঘরে সংরক্ষিত জুলাই গণ-অভ্যুত্থানের ইতিহাস, শহিদদের স্মৃতিচিহ্ন এবং শেখ হাসিনার শাসনামলের দমন-পীড়নের চিত্র ঘুরে দেখেন।

এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। পাশাপাশি উপস্থিত ছিলেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমসহ অন্তর্বর্তী সরকারের একাধিক উপদেষ্টা।

জাদুঘরে অভ্যুত্থানের ছবি, শহিদদের পোশাক ও চিঠিপত্র, গুরুত্বপূর্ণ দলিল, সংবাদপত্রের কাটিং, অডিও-ভিডিও দলিল এবং আয়নাঘরের প্রতিরূপ সংরক্ষণ করা হয়েছে। সেখানে ড. ইউনূস ১৫ মিনিটের একটি প্রামাণ্যচিত্রও দেখেন, যেখানে গুম, দমন-পীড়ন ও জুলাই অভ্যুত্থানের সময়কার গণহত্যার চিত্র তুলে ধরা হয়।

পরিদর্শন শেষে প্রধান উপদেষ্টা বলেন, এই জাদুঘর ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক অনন্য দলিল। জাতি কখনো দিশেহারা হলে এখান থেকেই পথ খুঁজে পাবে। তিনি শিক্ষার্থীসহ সব নাগরিককে জাদুঘরটি পরিদর্শনের আহ্বান জানান এবং বলেন, এ ধরনের নৃশংসতা যেন আর কখনো ফিরে না আসে—এই অঙ্গীকারেই সবাইকে এক থাকতে হবে।

সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী জানান, অল্প সময়ের মধ্যে জাদুঘরের কাজ এই পর্যায়ে আসা একটি রেকর্ড এবং নির্বাচনের আগেই এটি সবার জন্য উন্মুক্ত করা হবে।

মানবকণ্ঠ/আরআই