আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধাপে ধাপে প্রস্তুতি ও পরীক্ষার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, “আজ থেকেই এই কার্যক্রম শুরু হলো এবং আগামী ১২ ফেব্রুয়ারি চূড়ান্ত বা ফাইনাল ধাপ সম্পন্ন হবে।”
বুধবার (২১ জানুয়ারি) প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের বৈঠকে তিনি এ কথা বলেন। বৈঠকে ত্রয়োদশ সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের ওপর আয়োজিত গণভোটকে সামনে রেখে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।
প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচন পরিচালনায় নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশনাই হবে সর্বোচ্চ নির্দেশনা এবং সবাইকে একযোগে তা অনুসরণ করে কাজ করতে হবে। নির্বাচনের সময় আইনশৃঙ্খলা রক্ষায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় মূল কমান্ডের দায়িত্বে থাকবে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতি ও প্রস্তুতি বিবেচনায় একটি সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন সম্ভব।
বৈঠকে ইসি সচিব আখতার আহমেদ জানান, এবারের নির্বাচনে নিবন্ধিত ৫৯টি রাজনৈতিক দলের মধ্যে ৫১টি দল অংশ নিচ্ছে। নির্বাচন পর্যবেক্ষণের জন্য ২৬টি দেশের প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হয়েছে। পাশাপাশি ইউরোপীয় ইউনিয়ন প্রায় ৩০০ জনের একটি পর্যবেক্ষক দল পাঠাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এ সময় সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান জানান, ২০২৪ সালের আগস্টে গণঅভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন থানা থেকে লুট হওয়া ৩ হাজার ৬১৯টি অস্ত্রের মধ্যে ২ হাজার ২৫৯টি ইতোমধ্যে উদ্ধার করা হয়েছে, যা মোট লুট হওয়া অস্ত্রের ৬২ দশমিক ৪ শতাংশ। একই সময়ে লুট হওয়া চার লাখ ৫৬ হাজার ৪১৮ রাউন্ড গোলাবারুদের মধ্যে দুই লাখ ৩৭ হাজার ১০০ রাউন্ড উদ্ধার করা সম্ভব হয়েছে।
স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, এবারের নির্বাচনে সশস্ত্র বাহিনীর সদস্যরা আইনশৃঙ্খলা বাহিনী হিসেবে দায়িত্ব পালন করবেন এবং প্রয়োজনে ভোটকেন্দ্রের আঙিনায় প্রবেশ করতে পারবেন।
মানবকণ্ঠ/আরআই




Comments