Image description

বাংলাদেশে বর্তমানে আনুমানিক ৮২ লাখ মানুষ কোনো না কোনো ধরনের মাদক ব্যবহার করছে, যা মোট জনসংখ্যার প্রায় ৪.৮৮ শতাংশ এমন তথ্য উঠে এসেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) তত্ত্বাবধানে পরিচালিত এক জাতীয় গবেষণায়।

রোববার (২৫ জানুয়ারি) বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে (বিএমইউ) প্রকাশিত গবেষণায় জানানো হয়, মাদক ব্যবহারকারীদের ৫৯ শতাংশ তরুণ, যারা প্রথম মাদক গ্রহণ শুরু করে ১৮–২৫ বছর বয়সে। সবচেয়ে বেশি ব্যবহৃত মাদক হলো গাঁজা, যার ব্যবহারকারী প্রায় ৬০.৮ লাখ।

বিভাগভিত্তিক হিসাবে ঢাকা বিভাগে সর্বাধিক (প্রায় ২২.৯ লাখ) মাদক ব্যবহারকারী বসবাস করে। এরপর রয়েছে চট্টগ্রাম (১৮.৮ লাখ) ও রংপুর বিভাগ (১০.৮ লাখ)। অন্যদিকে বরিশাল বিভাগে সবচেয়ে কম, প্রায় ৪ লাখ মাদক ব্যবহারকারী রয়েছে।

গবেষণায় দেখা যায়, ময়মনসিংহ, রংপুর ও চট্টগ্রাম বিভাগে মাদক ব্যবহারের হার বেশি, আর রাজশাহী ও খুলনায় তুলনামূলকভাবে কম। বেকারত্ব, বন্ধুমহলের প্রভাব, পারিবারিক অস্থিরতা ও মানসিক চাপকে মাদক ব্যবহারের প্রধান ঝুঁকি হিসেবে চিহ্নিত করা হয়েছে।

গবেষণায় আরও বলা হয়, মাত্র ১৩ শতাংশ মাদক ব্যবহারকারী চিকিৎসা বা পুনর্বাসন সেবা পেয়েছে, আর প্রায় ৯০ শতাংশ ব্যবহারকারী মাদককে সহজলভ্য বলে মনে করে। বিশেষজ্ঞরা এটিকে কেবল আইনশৃঙ্খলার নয়, বরং গুরুতর জনস্বাস্থ্য ও সামাজিক সমস্যা হিসেবে উল্লেখ করে সমন্বিত উদ্যোগের ওপর জোর দেন।

মানবকণ্ঠ/আরআই