Image description

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ পুলিশ শতভাগ নিরপেক্ষতা ও সর্বোচ্চ দায়িত্ববোধের প্রমাণ দেবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহরুল আলম।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে পুলিশ হেডকোয়ার্টার্সে আয়োজিত এক অনুষ্ঠানে ২৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের নবনিযুক্ত এএসপি প্রবেশনারদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

আইজিপি তাঁর বক্তব্যে উল্লেখ করেন যে, পুলিশ বর্তমানে এক গুরুত্বপূর্ণ পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে এবং বাহিনীর মনোবল বৃদ্ধি ও জনগণের আস্থা ফেরাতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। দীর্ঘ আইনি প্রক্রিয়া এবং ছাত্র-জনতার আন্দোলনের পর চাকরিতে যোগ দেওয়া কর্মকর্তাদের স্বাগত জানিয়ে তিনি বলেন, এই নিয়োগ তাদের ন্যায্য অধিকারের পুনঃপ্রতিষ্ঠা।

বর্তমান সময়ের চ্যালেঞ্জ মোকাবিলায় কেবল প্রথাগত পুলিশিং নয়, বরং সাইবার অপরাধ দমন এবং প্রযুক্তিগত দক্ষতায় সমৃদ্ধ হয়ে পেশাদারিত্বের সাথে কাজ করার আহ্বান জানান তিনি। বিশেষ করে সততা ও মেধার সমন্বয়ে একটি আধুনিক ও জনবান্ধব পুলিশ বাহিনী গড়ে তোলার ওপর তিনি জোর দেন।

মানবকণ্ঠ/আরআই