Image description

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের লক্ষে হারানো ও অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান অব্যাহত রাখার নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি জানান, ‘ডেভিল হান্ট ফেইজ-২’ শুরু হওয়ার পর ১৩ ডিসেম্বর থেকে এ পর্যন্ত পাঁচ শতাধিক অস্ত্র উদ্ধার হলেও এখনও চার শতাধিক পিস্তল উদ্ধার না হওয়া প্রশাসনের জন্য উদ্বেগের বিষয়।

নির্বাচন কমিশনার সন্ত্রাসীদের চলাচল রুখতে নিয়মিত রেন্ডম চেকপয়েন্ট পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া বিগত নির্বাচনের অভিজ্ঞতার আলোকে তিনি সতর্ক করে বলেন, আনসার বাহিনীর পোশাকে কোনো ভুয়া লোক যেন নির্বাচনি দায়িত্ব পালন করতে না পারে, সেদিকে কঠোর নজরদারি রাখতে হবে।

নির্বাচনে স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিটি সদস্যকে আরও সতর্ক ও তৎপর থাকার আহ্বান জানান তিনি।

সভায় জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ বিভিন্ন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মানবকণ্ঠ/আরআই