Image description

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রথমবারের মতো নির্বাচনি প্রচারণায় পোস্টার ব্যবহার নিষিদ্ধ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ সিদ্ধান্ত কার্যকর করতে সারা দেশের প্রিন্টিং প্রেসগুলোকে নির্বাচনি পোস্টার মুদ্রণ না করার নির্দেশনা দিয়েছে সংস্থাটি।

বুধবার (২৮ জানুয়ারি) নির্বাচন কমিশনের নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপ-সচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। ইতোমধ্যে সিদ্ধান্ত বাস্তবায়নে দেশের সব রিটার্নিং কর্মকর্তাকে চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রার্থীদের নির্বাচনি প্রচারণা কার্যক্রম চলমান রয়েছে। এ অবস্থায় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা-২০২৫ এর বিধি ৭(ক) অনুযায়ী নির্বাচনি প্রচারে কোনো ধরনের পোস্টার ব্যবহার করা যাবে না।

এ ছাড়া আচরণবিধি যথাযথভাবে প্রতিপালনের লক্ষ্যে এবং নির্বাচনি পোস্টার মুদ্রণ বন্ধ রাখতে সংশ্লিষ্ট প্রিন্টিং প্রেসগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার জন্য রিটার্নিং কর্মকর্তাদের ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।

মানবকণ্ঠ/আরআই