প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই সেখানে স্থান পায় যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। নানা প্রয়োজনে মানুষ জানতে চায় সেসব ইতিহাস।
আজ সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫। এক নজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুসহ গুরুত্বপূর্ণ বিষয়।
ঘটনাবলি
- ১১৭০: ক্যান্টারবারি ক্যাথিড্রালে ইংল্যান্ডের আর্চবিশপ থমাস বেকেটকে রাজা দ্বিতীয় হেনরির অনুগত চার নাইট হত্যা করে। এ ঘটনা মধ্যযুগীয় ইউরোপে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করে এবং বেকেটকে শহীদ ও সন্ত হিসেবে প্রতিষ্ঠিত করে।
- ১৭৭৮: আমেরিকান স্বাধীনতা যুদ্ধে ব্রিটিশ সেনা জর্জিয়ার সাভানাহ দখল করে।
- ১৮৪৫: টেক্সাস যুক্তরাষ্ট্রের ২৮তম রাজ্য হিসেবে যোগদান করে।
- ১৮৬০: ব্রিটেনের প্রথম আয়রনক্ল্যাড যুদ্ধজাহাজ এইচএমএস ওয়ারিয়র সমুদ্রে ভাসানো হয়।
- ১৮৯০: যুক্তরাষ্ট্রের সাউথ ডাকোটায় ওয়ান্ডেড নি ক্রিকে মার্কিন সেনাবাহিনী লাকোটা আদিবাসীদের ওপর গণহত্যা চালায়। এতে প্রায় ২৫০-৩০০ জন নিহত হন, যাদের অধিকাংশ ছিল নারী ও শিশু। এটি ‘ওয়ান্ডেড নি গণহত্যা’ নামে পরিচিত এবং আমেরিকান আদিবাসী প্রতিরোধের সমাপ্তি ঘটায়।
- ১৯১১: সান ইয়াত-সেন চীনের অস্থায়ী প্রেসিডেন্ট নির্বাচিত হন; মঙ্গোলিয়া চিং সাম্রাজ্য থেকে স্বাধীনতা লাভ করে।
- ১৯৪০: দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মান বিমানবাহিনী লন্ডনে ব্যাপক বোমাবর্ষণ করে, যা ‘সেকেন্ড গ্রেট ফায়ার অব লন্ডন’ নামে পরিচিত।
- ১৯৯৬: গুয়াতেমালায় সরকার ও গেরিলা সংগঠনের মধ্যে শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়, যা ৩৬ বছরের গৃহযুদ্ধের অবসান ঘটায়।
- ১৯৯৮: খমের রুজ নেতারা ১৯৭০-এর দশকে কম্বোডিয়ায় সংঘটিত গণহত্যার জন্য ক্ষমা প্রার্থনা করেন।
- ২০০০: বাংলাদেশের চাঁদপুরের মতলব উপজেলায় মেঘনা নদীতে দুটি লঞ্চের সংঘর্ষে ১৬২ জনের মৃত্যু হয়।
- ২০০৪: বাংলাদেশে রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটক যাত্রা শুরু করে।
- ২০০৮: বাংলাদেশের নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট বিজয়ী হয়।
- ২০২২: ফুটবলের কিংবদন্তি পেলে মৃত্যুবরণ করেন।
জন্ম
- ৭৬৫: আলী আর-রিদা, শিয়া মুসলিমদের অষ্টম ইমাম।
- ১৭০৯: এলিজাবেথ পেত্রোভনা, রাশিয়ার সম্রাজ্ঞী (পিটার দ্য গ্রেটের কন্যা)।
- ১৮০০: চার্লস গুডইয়ার, ভালকানাইজড রাবারের উদ্ভাবক।
- ১৮০৮: অ্যান্ড্রু জনসন, যুক্তরাষ্ট্রের ১৭তম প্রেসিডেন্ট।
- ১৮৪৪: উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় (ওমেশ চন্দ্র ব্যানার্জি), ভারতীয় জাতীয় কংগ্রেসের সহ-প্রতিষ্ঠাতা ও প্রথম সভাপতি।
- ১৮৭৬: আবদুস সালাম, নোবেল বিজয়ী পাকিস্তানি পদার্থবিজ্ঞানী।
- ১৯১৪: শিল্পাচার্য জয়নুল আবেদিন, বাংলাদেশের প্রখ্যাত চিত্রশিল্পী।
- ১৯১৭: রামানন্দ সাগর, বিখ্যাত হিন্দি চলচ্চিত্র ও টেলিভিশন ধারাবাহিক (রামায়ণ) পরিচালক।
- ১৯৪২: রাজেশ খান্না, ভারতীয় চলচ্চিত্র অভিনেতা।
- ১৯৪৭: টেড ড্যানসন, আমেরিকান অভিনেতা (চিয়ার্স খ্যাত)।
- ১৯৭২: জুড ল, ব্রিটিশ অভিনেতা।
মৃত্যু
- ১১৭০: থমাস বেকেট, ক্যান্টারবারির আর্চবিশপ (হত্যা)।
- ১৮২৫: জ্যাক লুই ডেভিড, ফরাসি চিত্রশিল্পী।
- ১৯২৬: রাইনার মারিয়া রিলকে, জার্মান কবি।
- ১৯৮৬: হ্যারল্ড ম্যাকমিলান, যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী (কিছু সূত্রে এ দিনে)।
- ১৯৯৫: মোনাজাতউদ্দিন, বাংলাদেশি সাংবাদিক।
- ২০০৩: সালমা সোবহান, বাংলাদেশি ব্যারিস্টার ও মানবাধিকার কর্মী।
- ২০২০: পিয়ের কার্দিন, ফরাসি ফ্যাশন ডিজাইনার।
- ২০২২: পেলে (এডসন আরান্তেস দো নাসিমেন্তো), ব্রাজিলিয়ান ফুটবল কিংবদন্তি, তিনবারের বিশ্বকাপ বিজয়ী।




Comments