Image description

ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময়ই বিশেষ গুরুত্ব বহন করে। আজ ১০ জানুয়ারি ২০২৬, শনিবার। কালের পরিক্রমায় আজকের এই দিনটি নানা কারণে স্মরণীয়। চলুন ইতিহাসের পাতা উল্টে দেখে নিই, এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা এবং বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুর তথ্য।

ঘটনাবলি:

  • ১০৭২: রবার্ট গিসকার্ড ইতালির পালেরমো শহর দখল করেন।

  • ১৬১৬: ব্রিটিশ রাজদূত স্যার টমাস রো মুঘল সম্রাট জাহাঙ্গীরের দরবারে হাজির হন।

  • ১৬৪২: রাজা প্রথম চার্লস সপরিবারে লন্ডন থেকে অক্সফোর্ডে পালিয়ে যান।

  • ১৮১১: যুক্তরাষ্ট্রের নিউ অরলেন্স অঙ্গরাজ্যে কৃষ্ণাঙ্গ দাসদের এক বিদ্রোহ দমন করা হয়।

  • ১৮১৫: ব্রিটেন সিলোনে (বর্তমান শ্রীলঙ্কা) ক্যান্ডির রাজার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।

  • ১৮৩৯: ভারত থেকে প্রথমবারের মতো যুক্তরাজ্যে চা পাঠানো হয়।

  • ১৮৬১: ফ্লোরিডা যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হিসেবে আত্মপ্রকাশ করে।

  • ১৮৬৩: লন্ডনে বিশ্বের প্রথম পাতাল রেল (আন্ডারগ্রাউন্ড রেলওয়ে) চালু হয়।

  • ১৯০১: যুক্তরাষ্ট্রের টেক্সাসে তেল শ্রমিকরা মহা ধর্মঘটে শামিল হন। একই দিনে টেক্সাসের একটি এলাকায় খননকালে প্রচণ্ড বেগে অপরিশোধিত জ্বালানি তেল বেরিয়ে আসতে শুরু করে।

  • ১৯২০: প্রথম বিশ্বযুদ্ধ-পরবর্তী সময়ে ‘লিগ অব নেশন্স’ প্রতিষ্ঠিত হয় এবং ভার্সাই চুক্তি কার্যকর হয়।

  • ১৯৪৬: লন্ডনে জাতিসংঘ সাধারণ পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়।

  • ১৯৬৪: পানামা যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে। একই দিনে চীন ও তিউনিসিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়।

  • ১৯৬৮: চাঁদে মহাশূন্য যানের পদার্পণ এবং সেখান থেকে পৃথিবীতে ছবি পাঠানো শুরু হয়।

  • ১৯৭২: পাকিস্তানের বন্দিদশা থেকে মুক্তি পেয়ে স্বাধীন বাংলাদেশে প্রত্যাবর্তন করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। দিনটি বাংলাদেশে ‘বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস’ হিসেবে পালিত হয়।

  • ১৯৭৫: ৫০০ বছরের পর্তুগিজ শাসন শেষে অ্যাঙ্গোলা স্বাধীনতা লাভ করে।

জন্ম:

  • ১৫৫৪: সাইমন মারিয়াস, জার্মান জ্যোতির্বিজ্ঞানী।

  • ১৮৮০: গোপেশ্বর বন্দ্যোপাধ্যায়, ভারতীয় শাস্ত্রীয় সংগীতশিল্পী।

  • ১৮৮৩: আলেক্সেই নিকলাইয়েভিচ তলস্তয়, সোভিয়েত রুশ লেখক।

  • ১৯০১: তিমিরবরণ ভট্টাচার্য, প্রখ্যাত বাঙালি সরোদশিল্পী।

  • ১৯০৮: বিনয় মুখোপাধ্যায়, ‘যাযাবর’ ছদ্মনামে সুপরিচিত বিশিষ্ট বাঙালি সাহিত্যিক।

  • ১৯১০: মোহাম্মদ নাসির আলী, বাংলাদেশের প্রখ্যাত শিশুসাহিত্যিক।

  • ১৯৩০: বাসু চ্যাটার্জি, বলিউডের কিংবদন্তি চলচ্চিত্র পরিচালক।

  • ১৯৩৬: রবার্ট উড্রো উইলসন, পদার্থবিজ্ঞানে নোবেলজয়ী মার্কিন জ্যোতির্বিজ্ঞানী।

  • ১৯৪৫: নূর হুসাইন কাসেমী, ইসলামি পণ্ডিত ও হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক মহাসচিব।

  • ১৯৫০: সুচিত্রা ভট্টাচার্য, জনপ্রিয় ভারতীয় বাঙালি সাহিত্যিক।

  • ১৯৭৪: ঋত্বিক রোশন, জনপ্রিয় ভারতীয় চলচ্চিত্র অভিনেতা।

  • ১৯৮৪: কাল্কি কেকল্যাঁ, ভারতে জন্মগ্রহণকারী ফরাসি অভিনেত্রী ও লেখিকা।

মৃত্যু:

  • ১৮৬২: স্যামুয়েল কোল্ট, রিভলবার পিস্তলের আবিষ্কারক।

  • ১৯০৮: মহারাজা বাহাদুর স্যার যতীন্দ্রমোহন ঠাকুর, অবিভক্ত বাংলার শিল্পকলাপ্রেমী ও মানবদরদি ব্যক্তিত্ব।

  • ১৯১১: শিশির কুমার ঘোষ, প্রখ্যাত জাতীয়তাবাদী সাংবাদিক ও সাহিত্যিক।

  • ১৯৫১: সিনক্লেয়ার লুইস, নোবেলজয়ী মার্কিন ঔপন্যাসিক।

  • ১৯৫৭: গ্যাব্রিয়েল মিস্ত্রাল, চিলির নোবেলজয়ী নারী সাহিত্যিক।

  • ১৯৬৮: রাধাবিনোদ পাল, প্রখ্যাত বাঙালি আইনজ্ঞ ও ‘জাপান-বন্ধু’ হিসেবে পরিচিত ব্যক্তিত্ব।

  • ১৯৮২: সুধীন দাশগুপ্ত, বিখ্যাত বাঙালি সংগীত পরিচালক ও গীতিকার।

  • ১৯৮৬: ইয়ারোস্লাভ সেইফের্ত, নোবেলজয়ী চেক কবি।

  • ২০১৬: ডেভিড বোয়ি, বিশ্বখ্যাত ইংরেজ গায়ক ও গীতিকার।

  • ২০২০: মোজাম্মেল হোসেন, বাংলাদেশি রাজনীতিবিদ ও সাবেক সংসদ সদস্য।