Image description

মনিরুজ্জামানকে আহ্বায়ক করে বরিশাল মহানগর বিএনপির পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছে বিএনপি।সোমবার (৪ নভেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ ঢাকা মহানগর উত্তর বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি, বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি, সিলেট মহানগর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি, মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটি, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটি, কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটি, ময়ময়নসিংহ দক্ষিণ জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি এবং শেরপুর জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদিত হয়েছে।

বরিশাল মহানগর বিএনপির পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি

১. মনিরুজ্জামান খান ফারুক আহ্বায়ক ২. মো. জিয়াউদ্দিন সিকদার জিয়া সদস্য সচিব ৩. আফরোজা খানম নাসরীন যুগ্ম আহ্বায়ক ৪. মো. জসিম উদ্দিন খান যুগ্ম আহ্বায়ক ৫. মো. আল আমিন যুগ্ম আহ্বায়ক ৬. আবু মুসা কাজল যুগ্ম আহ্বায়ক ৭. আব্দুল হালিম মৃধা যুগ্ম আহ্বায়ক ৮. মো. সাজ্জাদ হোসেন যুগ্ম আহ্বায়ক ৯. জহিরুল ইসলাম লিটু যুগ্ম আহ্বায়ক ১০. মাহফুজুর রহমান মাফুজ যুগ্ম আহ্বায়ক ১১. এ্যাড. আবুল কালাম আজাদ যুগ্ম আহ্বায়ক ১২. ওয়ায়ের ইবনে গোলাম কাদির (স্বপন) সদস্য ১৩. বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ সদস্য ১৪. আল মাসুম সদস্য ১৫. মঞ্জুরুল আহসান জিসান সদস্য ১৬. সাইফুল আনাম বিপু সদস্য ১৭. বদিউজ্জামান টলন সদস্য ১৮. রফিকুল ইসলাম মঈন সদস্য ১৯. কামরুল হাসান রতন সদস্য ২০. আহম্মেদ জেকি অনুপম সদস্য ২১. জুলহাস উদ্দিন মাসুদ সদস্য ২২. জাহিদুর রহমান রিপন সদস্য ২৩. খসরুল আলম তপন সদস্য ২৪. আব্দুল হক মাষ্টার সদস্য ২৫. আরিফুর রহমান বাবু সদস্য ২৬. আসাদুজ্জামান মারুফ সদস্য ২৭. মো. সোহেল সিকদার সদস্য ২৮. এ্যাড. কাজী বসির সদস্য ২৯. এ্যাড. আবুল কালাম আজাদ ইমন সদস্য ৩০. এ্যাড. সরোয়ার হোসেন সদস্য ৩১. এ্যাড. শেখ হুমায়ুন কবির মাসুদ সদস্য ৩২. এ্যাড. মো. তসলিম সদস্য ৩৩. এ্যাড. সুফিয়া আক্তার সদস্য ৩৪. এ্যাড. সাঈদ খোকন সদস্য ৩৫. শামীমা আকবর সদস্য ৩৬. একেএম মিজানুর রহমান (ইঞ্জিনিয়ার) সদস্য ৩৭. নওশদ আহম্মেদ নান্টু সদস্য ৩৮. মো. দুলাল গাজী সদস্য ৩৯. মাসুদ হাওলাদার সদস্য ৪০. আব্দুর রহমান হাওলাদার সদস্য ৪১. হাসিনা কামাল সদস্য ৪২. নুরুল ইসলাম পনির সদস্য

মানবকণ্ঠ/আরআই