Image description

রাজধানীর মিরপুরে কওমি মাদরাসা শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিত ৪৭তম কেন্দ্রীয় পরীক্ষার মেধা তালিকায় উত্তীর্ণ কৃতি ছাত্রদের সংবর্ধনা দিয়েছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক।

শনিবার (৩০ নভেম্বর) বিকেলে মিরপুর কেন্দ্রীয় মসজিদ ও জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া (মাদরাসা) কমপ্লেক্সে মসজিদ ও মাদরাসা পরিচালনা কমিটির অনুষ্ঠানে তিনি এই সংবর্ধনা প্রদান করেন। অনুষ্ঠানে তিনি কৃতি শিক্ষার্থীদের মধ্যে ক্রেস্ট প্রদান করেন।

মিরপুর কেন্দ্রীয় মসজিদ ও জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া (মাদরাসা) কমপ্লেক্সের মসজিদ ও মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি মুন্সী মো. ধনু মিয়ার সভাপতিত্বে মসজিদ ও মাদরাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. নূরুল আমিনের সার্বিক তত্ত্বাবধায়ক এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহাবুব আলম মন্টু, পল্লবী থানা যুবদলের সভাপতি হাজী নূর সালাম, জাসাস ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক অ্যাড আলী আসরাফ লিটন প্রমুখ।

মানবকণ্ঠ/আরএইচটি