Image description

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের দুর্বল নিরাপত্তা ব্যবস্থা ও রাষ্ট্রীয় কার্যক্রমে অব্যবস্থা জাতীয় পর্যায়ে আওয়ামী লীগের শক্তি পুনরুদ্ধারের সুযোগ দিয়েছে। মঙ্গলবার সকালে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এসব মন্তব্য করেন।

রাশেদ লিখেছেন, শুরু থেকেই তিনি এই সরকারের কিছু সিদ্ধান্ত ও কর্মকৌশল সমালোচনা করে আসছেন—এ কারণে উপদেষ্টা পরিষদের একাধিক সদস্যের বিরাগভাজন হয়েছেন এবং কখনও কখনও হুমকিও পেয়েছেন। তিনি দাবি করেন, অনেকেই আগে তাকে সমালোচনা করতেন, কিন্তু এখন দেখা যাচ্ছে তিনি যে ক্ষতিগুলো নিয়ে সতর্ক করেছিলেন সেগুলোই বাস্তবে ঘটছে।

তিনি আরও বলেছেন, ওই পরামর্শকগোষ্ঠীর অনেককেই তিনি আগে থেকেই চিনতেন ও তাদের সীমাবদ্ধতা জানতেন। সরকারের কিছু কিছু উদ্যোগ—যেমন ‘সংস্কার’ এবং ‘বিচার’—কে দীর্ঘমেয়াদি সরকারের স্বাদ পানে ব্যবহার করার চেষ্টা করা হচ্ছে, অথচ সরকার ন্যূনতম নিরাপত্তাও নিশ্চিত করতে ব্যর্থ হচ্ছে। এ কারণে তিনি প্রশ্ন তুলেছেন, “এখন কেন চান না সরকার ৫ বছর থাকুক?”

রাশেদ অভিযোগ করেছেন, সরকারের দুর্বল নিরাপত্তাবলয়ের সুবাদে আওয়ামী লীগ “মাথা চাড়া দিয়েছে”। তারা আড়ালে থেকে শক্তি সঞ্চয় করেছে এবং নির্বাচনের আগে গুপ্তহত্যা, অগ্নিসংযোগ, ভাঙচুর ও বোমাবাজির মতো অপ্রীতিকর পরিকল্পনা গড়ে তোলার সুযোগ পাচ্ছে।

শেষে তিনি লিখেছেন—ক্ষমতার লোভে ভরা রাজনৈতিক টানাপোড়েনে কেউ কি দেশকে নিরাপদ রাখতে পারবে, নাকি ক্ষমতার মোহে ভোগবে? রাশেদ দাবি করেছেন, বর্তমান সরকার ভূমিতে-বিদেশে নাগরিকদের জন্য নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে।