Image description

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, উপদেষ্টার পদ ব্যবহার করে যত বরাদ্দ নেওয়া হবে, ভোট তত কমবে। বাংলাদেশের মানুষ খুব সচেতন। এসব কাজের জবাবদিহি করতে হবে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রাম নগরের হালিশহরের ‘এ’ ব্লক, ‘কে’ ব্লক, বড়পোলসহ বিভিন্ন এলাকা পরিদর্শনকালে খসরু এ কথা বলেন। এ সময় তিনি স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলেন ও তাদের খোঁজখবর নেন।

দেশে ধানের শীষ ও বিএনপির পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে উল্লেখ করে দলটির এ নেতা বলেন, মানুষ ২০ বছর ভোট দিতে পারেনি। এখন ভোটের জন্য তারা অপেক্ষা করছে। ধানের শীষ সামনে আসার সঙ্গে সঙ্গে গণজোয়ার তৈরি হয়েছে। বিএনপি গত ১৫-২০ বছর গণতন্ত্রের জন্য যে সংগ্রাম করেছে, সেই গণতন্ত্র মানুষ ফিরে পেতে যাচ্ছে।

খসরু জানান, আগামী দিনের কর্মসূচি বিএনপি প্রস্তুত করেছে। ১৮ মাসে এক কোটি মানুষের কর্মসংস্থান, বিনা মূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা, শিক্ষা ও চাকরির সুযোগ সবই তারা বাস্তবায়নের জন্য প্রস্তুত। শুধু রাজনীতি নয়, অর্থনীতিকেও তারা গণতন্ত্রায়ণের পথে নিয়ে যাচ্ছেন। মানুষের প্রত্যাশা পূরণে বিএনপি প্রস্তুত।