Image description

আওয়ামী লীগ মাফ চায় নাই, ক্ষমা চায় নাই, আত্ম উপলব্ধি নাই, অনুশোচনা নাই উল্টো এখন আন্দোলনের কথা জানাচ্ছে এমন মন্তব্য করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ।

তিনি বলেন, দেখেন নাই ৩২ নম্বরে। কি হবে এখন নেতাকর্মী একটাও তো ঘরে থাকতে পারবে না; নিরীহ মানুষগুলোকে ঠেলে দিচ্ছে নির্যাতন অত্যাচারে।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার এই ধরনের একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে তিনি আরও বলেন, এখন উনি আবার হরতাল এবং সমাবেশ করার জন্য নির্দেশ দিচ্ছে; নিরীহ মানুষগুলোকে আবার এখন হত্যা করা হবে এবং তাই হচ্ছে।

তিনি আরও বলেন, তারা আত্ম উপলব্ধি, অনুশোচনা না করে উল্টো নিরীহ মানুষগুলোকে নির্যাতন অত্যাচারের দিকে ঠেলে দিচ্ছে। এখনও একই জিনিস হচ্ছে ঐ যে আপা আপা, নেত্রী নেত্রী করে ফোন করে বলে যে আপা, নেত্রী আপনার জন্য বাংলাদেশ পাগল হয়ে গেছে। আপনি চলে আসেন। এখন উনি আবার ভাবতেছে আসলেই উনার জন্য পাগল হয়ে গেছে।

সোহেল তাজ বলেন, যেখানে আহতরা এখনও চিকিৎসার জন্য প্রোটেস্ট করছে, যেখানে অন্ধ ৬০০ মানুষ এখনও পড়ে আছে, যেখানে ১৫০০ মানুষ প্রাণ দিয়েছে। সেখানে আপনি আন্দোলন করতে বলছেন। যারা এই ঘটনা ঘটিয়েছে তারা আন্দোলন করবে?