
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী হতে পারেন মাওলানা জুনায়েদ আল হাবীব। জমিয়তে উলামায়ে ইসলামের সহ-সভাপতি ও হেফাজতে ইসলামের সিনিয়র যুগ্ম মহাসচিব তিনি। জমিয়তে উলামায়ে ইসলাম বিএনপির সঙ্গে নির্বাচনী জোট গঠন করলে তিনি এই আসনে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন জানিয়েছেন।
সম্প্রতি সরাইল উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগকালে তিনি এ কথা জানান। সেখানে তিনি বলেন, ১৯৮১ সালে হাফেজ্জী হুজুরের প্রেসিডেন্ট নির্বাচনের সময় থেকেই আমি ময়দানে আছি। পরবর্তী প্রতিটি নির্বাচনে মুফতি আমিনী (রহ.)-এর সফরসঙ্গী ছিলাম। এই এলাকার মানুষ আমাকে চেনে, আমি প্রতিটি গ্রামে গিয়েছি।
তিনি আরও বলেন, ২০২১ সালে শহীদদের রক্তের ওপর ভিত্তি করেই আজকের অন্তর্বর্তী সরকার দাঁড়িয়ে আছে। আমরা দেশ পুনর্গঠনের প্রক্রিয়ায় অংশ নিতে চাই।
মাওলানা জুনায়েদ আল হাবীব উল্লেখ করেন, জমিয়তে উলামায়ে ইসলাম অতীতেও চারদলীয় ও ২০ দলীয় জোটের অংশ হিসেবে বিএনপির সঙ্গে কাজ করেছে।
রাজনৈতিক সূত্র বলছে, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বিএনপির আলোচিত নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানাও মনোনয়ন প্রত্যাশী। তবে জোট গঠিত হলে মাওলানা জুনায়েদ আল হাবীবই বিএনপির প্রার্থী হওয়ার সম্ভাবনা বেশি।
২০০১ সালের সংসদ নির্বাচনে এই আসন থেকেই চারদলীয় জোটের প্রার্থী মুফতি ফজলুল হক আমিনী ধানের শীষ প্রতীকে বিজয়ী হয়েছিলেন।
Comments