
সংবিধানের রাষ্ট্রীয় চার মূলনীতি বাদ দেওয়ার প্রস্তাব থেকে জাতীয় ঐকমত্য কমিশনকে বিরত থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। দলটি বলেছে, ‘আমরা জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করতে কমিশনের যথাযথ ইতিবাচক পদক্ষেপ আশা করি। অন্যথায় আমাদের দলসহ অনেক দলের পক্ষে সনদে স্বাক্ষর করা হয়তো অসম্ভব হয়ে পড়বে।’ শনিবার রাতে বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজের স্বাক্ষরে জাতীয় ঐকমত্য কমিশন বরাবর পাঠানো এক চিঠিতে এসব কথা বলা হয়।
এর আগে বঙ্গবন্ধুর প্রতিকৃতি প্রদর্শনসংক্রান্ত সংবিধানের অনুচ্ছেদ ৪ক বিলুপ্তির বিষয়ে বাসদের মতামত চেয়ে ৯ অক্টোবর একটি চিঠি পাঠিয়েছিল ঐকমত্য কমিশন। তারই জবাবে ইমেইল ও হোয়াটসআপ মারফত চিঠিটি পাঠায় বাসদ।
চিঠিতে বজলুর রশীদ ফিরোজ বলেন, গত ১৭ সেপ্টেম্বর ঐকমত্য কমিশনের সভায় বলা হয়েছিল, জাতীয় সনদে আর কোনো পরিবর্তন নেওয়া হবে না। তবে খোদ কমিশনই এখন নতুন বিষয়ে দলগুলোর মতামত চাইছে। এটা ঐকমত্য কমিশনের আগের সিদ্ধান্তের সুস্পষ্ট লঙ্ঘন।
তিনি বলেন, রাষ্ট্রীয় চার মূলনীতি বাদ দেওয়াকে মুক্তিযুদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থানকে মুখোমুখি দাঁড় করানোর অপপ্রয়াস বলে ভাবতে পারে দেশবাসী। যা দেশকে নতুন করে বিভাজনের রাজনীতির ভয়ংকর পরিণতির দিকে নিয়ে যেতে পারে। ফলে নতুন বিতর্ক তৈরি না করে ও নোট অব ডিসেন্ট দেওয়া সুপারিশ বাদ দিয়ে যেসব বিষয়ে সব দল সর্বসম্মতভাবে ঐকমত্য হয়েছে, সেগুলো নিয়ে জুলাই সনদ প্রণয়ন ও সবার স্বাক্ষরের ব্যবস্থা করুন। পাশাপাশি বিগত সরকার ও বর্তমান সময়ের দুর্নীতির বিরুদ্ধে সরকারের দৃঢ় ও কার্যকর পদক্ষেপ দেশবাসী দেখতে চায় বলেও চিঠিতে উল্লেখ করেছে দলটি।
চিঠিতে বজলুর রশীদ ফিরোজ আরও বলেন, সংবিধানের ৪ক অনুচ্ছেদ নিয়ে আগের কোনো সভায় আলোচনা হয়নি। অথচ সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে দলগুলোর মতামত চাওয়া হয়েছে। এমন একটি স্পর্শকাতর বিষয়ের বিলুপ্তির প্রস্তাব নতুন করে জটিলতা ও বিতর্কের অবতারণা করবে। আমরা কমিশনকে এই প্রস্তাব থেকে সরে আসার জন্য অনুরোধ করছি।
Comments