আসন্ন জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরছেন বলে ইঙ্গিত দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত এক কর্মশালায় তিনি বলেন, তারেক রহমান যেদিন ফিরবেন, সেদিন যেন তার স্বাগত জানাতে গোটা বাংলাদেশ কেঁপে ওঠে, নেতাকর্মীদের সেই শপথ নিতে হবে।
তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ প্রগতি ও মর্যাদার পথে এগিয়ে যাবে।
নির্বাচনে জয়ের ব্যাপারে প্রত্যয় ব্যক্ত করে বিএনপি মহাসচিব বলেন, ‘সামনে অনেক বাধা-বিপত্তি ও অপপ্রচার আসবে। কিন্তু মাথা উঁচু করে আমাদের বিজয়ী হতে হবে। বিএনপি কখনো পরাজিত হয়নি, হবেও না।’
বক্তৃতায় ১৯৭১ সাল নিয়ে বিরূপ মন্তব্যের কড়া সমালোচনা করেন ফখরুল। একই সঙ্গে ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করার ‘নতুন ফ্যাসিবাদের’ ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রুহুল কবির রিজভী এবং সঞ্চালনা করেন হাবিব উন নবী খান সোহেল।




Comments