দীর্ঘ নির্বাসন শেষে আগামী ২৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ওই দিন সকাল ১১টার পর তাকে বহনকারী বিমানটি ঢাকায় অবতরণ করবে। তার সঙ্গে দেশে ফিরছেন মেয়ে জাইমা রহমানও।
বিএনপি চেয়ারপাসনের একান্ত সচিব আব্দুস সাত্তার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, তারেক রহমান লন্ডন থেকে প্রথমে সিলেটে আসবেন। এরপর সিলেট হয়ে তিনি ঢাকায় পৌঁছাবেন। সবকিছু ঠিক থাকলে ২৫ ডিসেম্বর সকালেই তিনি দেশের মাটিতে পা রাখবেন।
এর আগে গত ১২ ডিসেম্বর রাতে এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছিলেন, ‘সবকিছু ঠিক থাকলে’ আগামী ২৫ ডিসেম্বর তারেক রহমান বাংলাদেশে ফিরবেন।
দলীয় প্রধানের দেশে ফেরা নিয়ে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। তাকে বরণ করে নিতে দলের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতির কথা জানা গেছে।




Comments