ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই আন্দোলনের সম্মুখসারির নেতা শহীদ শরীফ ওসমান হাদির মরদেহ ঢাকায় এসে পৌঁছেছে। আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটে সিঙ্গাপুর থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে তার মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দর থেকে কড়া নিরাপত্তায় মরদেহটি সরাসরি রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের হিমাগারে (হিমঘর) নিয়ে যাওয়া হয়েছে।
মরদেহ দেশে পৌঁছানোকে কেন্দ্র করে বিমানবন্দর থেকে হাসপাতাল পর্যন্ত এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। বিমানবন্দরের বাইরে এয়ারপোর্ট আর্মড পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছিল। বিমানবন্দর থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়ে ফার্মগেট দিয়ে মরদেহবাহী গাড়িটি হৃদরোগ ইনস্টিটিউটে পৌঁছায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কারওয়ান বাজার, যমুনা এবং আশপাশের গুরুত্বপূর্ণ স্থানে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
ইনকিলাব মঞ্চ জানিয়েছে, আজ রাতে মরদেহ হিমাগারে রাখা হলেও আগামীকাল শনিবার (২০ ডিসেম্বর) সকালে শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ মিছিলসহকারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে নেওয়া হবে। তবে শৃঙ্খলার স্বার্থে তার মরদেহ দেখার কোনো সুযোগ থাকবে না। পরিবারের দাবির প্রেক্ষিতে শহীদ ওসমান হাদিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে সমাহিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামীকাল বাদ জোহর মানিক মিয়া অ্যাভিনিউতে তার জানাজা অনুষ্ঠিত হবে।
এদিকে, গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর রাজধানীর কাওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এর প্রতিবাদে আজ বিকেলে কার্যালয়ের সামনে মানববন্ধন করেছেন পত্রিকাটির সংবাদকর্মীরা। মানববন্ধনে জানানো হয়, ২৭ বছরের ইতিহাসে এই প্রথম নিরাপত্তাজনিত কারণে পত্রিকাটির প্রকাশনা বন্ধ রাখতে হয়েছে।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর বিজয়নগরে সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হন ওসমান হাদি। উন্নত চিকিৎসার জন্য তাঁকে সিঙ্গাপুরে পাঠানো হলে গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ৯টা ৪৫ মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে তিনি শাহাদাত বরণ করেন। তাঁর মৃত্যুতে আজ সারা দেশে বাদ জুমা বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। শহীদ ওসমান হাদি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ছিলেন।
বর্তমানে ইনকিলাব মঞ্চের কর্মীরা শাহবাগে অবস্থান করছেন। সংগঠনের পক্ষ থেকে সকলকে উস্কানিতে পা না দিয়ে ধৈর্য ও শৃঙ্খলার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করার আহ্বান জানানো হয়েছে।




Comments