ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে কোনো অশুভ শক্তি যেন রাজনৈতিক ফায়দা লুটতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।
শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শহীদ ওসমান হাদির জানাজায় অংশগ্রহণের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, “আমরা এই বর্বরোচিত হত্যাকাণ্ডের প্রতিবাদ ও তীব্র নিন্দা জানাই। শহীদ ওসমান হাদির জানাজায় অংশ নিতে বিএনপির পক্ষ থেকে আমি নিজে ছাড়াও দলের ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু এবং জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ অনেক নেতাকর্মী উপস্থিত হয়েছি। আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি, শান্তিপূর্ণভাবে জানাজায় অংশগ্রহণ করুন।”
তিনি দেশবাসীকে সতর্ক করে দিয়ে বলেন, “পতিত ফ্যাসিবাদী শক্তি কিংবা যারা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায়, তারা যেন এই করুণ ঘটনাকে পুঁজি করে রাজনৈতিক ফায়দা লুটতে না পারে। নির্বাচন পেছানো বা বানচাল করার মতো কোনো ষড়যন্ত্র যাতে সংঘটিত না হয়, সেজন্য দেশের জনগণকে অতন্দ্র প্রহরীর মতো সজাগ থাকতে হবে।”
শনিবার দুপুর ২টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজা শেষে বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কবির নজরুল ইসলামের সমাধির পাশে ওসমান হাদিকে দাফন করা হয়। জানাজায় বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।




Comments