আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তবে যুক্তরাজ্যে থাকাকালে তার আদরের পোষা বিড়াল ‘জেবু’ও আলোচনার জন্ম দিয়েছিল। এবার জানা গেল, সেই জেবুও আসছে বাংলাদেশে।
জেবু সাইবেরিয়ান ব্রিডের বিড়াল। তার বয়স এখন ৭ বছর। তাকে বাংলাদেশে আনতে ইতোমধ্যেই পাসপোর্ট সহ সব অনুমোদন নেওয়া হয়ে গেছে। তার মানে জেবুর বাংলাদেশে আসাটা নিশ্চিত। তবে বিড়ালের এক দেশ ছেড়ে আরেক দেশে যাওয়াটা অত সহজ নয়। বিমানে যাতায়াতের সুযোগ নেই বিড়ালের। আলাদা নিয়ম মেনে, আলাদা উপায়ে তাদের যাতায়াত করাতে হয়।
ফলে তারেক রহমানের সঙ্গে জেবুর দেশে আসা নিশ্চিত নয়। তাকে আসতে হবে কার্গো জাহাজে করে। সেখানে নির্ধারিত সহনীয় তাপমাত্রায় রাখা হয় বিড়ালদের।
তারেক রহমানের বিড়াল জেবু বহুবার ভাইরাল হয়েছে। ব্যস্ততার মাঝেও জেবুর সঙ্গে খুনসুটির ছবি নিজেই ফেসবুকে দিয়েছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
তিনি নিজেও একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন, বিড়ালটি তার মেয়ে জাইমা রহমানের হলেও এখন তার পরিবারের অংশ হয়ে গেছে, সবার আদরের হয়ে গেছে জেবু।




Comments