Image description

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার লক্ষ্যে চারটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল। নির্বাচন কমিশনের আচরণবিধি অনুসরণ করতেই এসব পদ থেকে তিনি সরে দাঁড়ালেন।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নাটোর-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ফারজানা শারমিন পুতুল।

গতকাল সোমবার (২২ ডিসেম্বর) ফারজানা শারমিন জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইন উপদেষ্টা, ক্যাপিটাল ল কলেজের গভর্নিং বডির সভাপতি, গ্রীন ডেল্টা লাইফ ইনস্যুরেন্স লিমিটেড এবং ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কম্পানি লিমিটেড (ডেসকো)-এর স্বাধীন পরিচালক পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেন।

ফারজানা শারমিন পুতুল মানবকন্ঠকে বলেন, নির্বাচনী আচরণবিধি অনুযায়ী এসব পদগুলোতে থাকলে সে বিষয়ে নির্বাচন কমিশনে ব্যাখ্যা দেওয়া লাগতে পারে। এ ছাড়া নির্বাচনী ব্যস্ততায় ওই সব প্রতিষ্ঠানে পর্যাপ্ত সময়ও দিতে পারব না। আমি চাই না আমার ব্যস্ততার কারণে সে প্রতিষ্ঠানগুলোর নিয়মিত কার্যক্রম বাধাগ্রস্ত হোক। তাই সার্বিক দিক বিবেচনায় পদত্যাগের এই সিদ্ধান্ত নিয়েছি। সেই সাথে সবার দোয়া চাই।

নাটোর-১ আসনে বিএনপির প্রার্থী হিসেবে তার নাম ঘোষণার পর থেকেই তিনি এলাকায় ব্যাপক নির্বাচনী প্রচারণা চালিয়ে আসছেন। ফারজানা শারমিন পুতুল দীর্ঘদিন ধরে আইন, শিক্ষা ও করপোরেট খাতের বিভিন্ন প্রতিষ্ঠানে সক্রিয়ভাবে দায়িত্ব পালন করে আসছিলেন। প্রতিষ্ঠানেগুলোতে তার পেশাগত ভূমিকাও ছিল উল্লেখযোগ্য।

তবে নির্বাচনে অংশগ্রহণের স্বচ্ছতা ও আইনি বাধ্যবাধকতা রক্ষার স্বার্থে তিনি এসব দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন।