Image description

সাবেক স্বৈরশাসক খুনি শেখ হাসিনার আসনে (গোপালগঞ্জ-৩) স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম  সংগ্রহ করেছেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের কেন্দ্রীয় কমিটির মহাসচিব অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক।

বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে তিনি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে গোপালগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আসেন। পরে তিনি সেখান থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন হিন্দু মহাজোটের গোপালগঞ্জ জেলা কমিটির সভাপতি বিজন রায়।

তিনি বলেন, আমাদের সংগঠনের কেন্দ্রীয় কমিটির মহাসচিব অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক গোপালগঞ্জ-৩ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এ কারণে বুধবার বিকালে তিনি জেলা রিটার্নিং মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। তিনি ২৮ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিল করবেন।

হিন্দু মহাজোটের মহাসচিব অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক বলেন, আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে এ আসনে নির্বাচনে লড়ব। নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করেছি। আগামী ২৮ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেব। আমাকে বিভিন্ন রাজনৈতিক দল প্রার্থী হতে অফার করেছিল। কিন্তু রাজি হইনি। কারণ কোনো দলীয় প্লাটফর্মে প্রার্থী হলে কথা বলা যায় না। এ জন্য স্বতন্ত্র প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি।