Image description

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২০২৬ সেশনের কেন্দ্রীয় সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন নুরুল ইসলাম সাদ্দাম। শুক্রবার (২৬ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত সংগঠনের 'সদস্য সম্মেলন'-এর মাধ্যমে তাঁকে নতুন সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়।

নুরুল ইসলাম সাদ্দাম এর আগে ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি সংগঠনটির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক হিসেবেও গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত ছিলেন।

তাঁর শিক্ষাজীবনের তথ্যে জানা যায়, তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত একটি ইনস্টিটিউটে উদ্যোক্তা অর্থনীতিতে পোস্ট-গ্র্যাজুয়েট ডিপ্লোমা কোর্সে অধ্যয়নরত রয়েছেন।