শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত শেষ করে এবার সাভারের জাতীয় স্মৃতিসৌধের পথে রওনা হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেল ৫টায় তিনি রাজধানীর চন্দ্রিমা উদ্যান থেকে সাভারের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন।
তারেক রহমানের এই সাভার যাত্রায় তাঁর সঙ্গে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যবৃন্দ, কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং কয়েক হাজার নেতাকর্মীর এক বিশাল মোটরশোভাযাত্রা। তাঁর সফরকে কেন্দ্র করে ঢাকা-আরিচা মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে এবং সাভার জাতীয় স্মৃতিসৌধ এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নিরাপত্তার স্বার্থে পুলিশের পাশাপাশি পর্যাপ্ত সংখ্যক বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।
সাভারে পৌঁছে তারেক রহমান জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করবেন। দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের এই মুহূর্তটি দলীয় নেতাকর্মীদের কাছে অত্যন্ত আবেগঘন। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সেখানে কিছুক্ষণ অবস্থান করতে পারেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
এর আগে গত বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে দীর্ঘ ১৭ বছরের প্রবাস জীবন শেষে লন্ডন থেকে পরিবারের সদস্যদের নিয়ে দেশে ফেরেন তারেক রহমান। সিলেট হয়ে ঢাকা পৌঁছানোর পর তাঁকে বীরোচিত সংবর্ধনা দেয় লাখো জনতা। দেশে ফেরার পর আজ দ্বিতীয় দিনে তিনি রাজনৈতিক ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নিচ্ছেন।
বাবার কবর জিয়ারত এবং জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের এই কর্মসূচির মধ্য দিয়ে তারেক রহমান তাঁর আগামীর রাজনৈতিক যাত্রার একটি শক্তিশালী বার্তা দিচ্ছেন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সাভারে শ্রদ্ধা নিবেদন শেষে আজ সন্ধ্যায় তাঁর পুনরায় গুলশানের বাসভবনে ফেরার কথা রয়েছে।




Comments