Image description

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ২৪৩টি আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় পার্টির জিএম কাদের নেতৃত্বাধীন অংশ। শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে রাজধানীর গুলশানের একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এই চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়।

দলটির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী এই তালিকা ঘোষণা করেন। তবে প্রার্থী ঘোষণার পাশাপাশি তিনি এক চরম হুঁশিয়ারিও উচ্চারণ করেছেন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ভোটের মাঠে সব দলের জন্য ‘সমান সুযোগ’ বা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করা না হলে জাতীয় পার্টি শেষ মুহূর্তে নির্বাচন থেকে সরে দাঁড়াতে পারে।

সংবাদ সম্মেলনে শামীম হায়দার পাটোয়ারী বলেন, “জাতীয় পার্টি সব সময়ই জনগণের রায়ের ওপর শ্রদ্ধাশীল এবং একটি নির্বাচনমুখী দল। একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের পূর্বশর্ত হলো আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং সব দলের সমান সুযোগ নিশ্চিত করা। এই দায়িত্ব পালন করা অন্তর্বর্তী সরকারের আবশ্যিক কর্তব্য। কিন্তু আমরা অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে, সরকার এই কাজ করতে এখন পর্যন্ত যথাযথভাবে সফল হতে পারছে না।”

তিনি আরও বলেন, “সারা দেশে আমাদের নেতাকর্মীরা একটি উৎসবমুখর নির্বাচনের জন্য উন্মুখ হয়ে আছেন। অনেক আসনে একাধিক যোগ্য প্রার্থী থাকায় আমাদের যাচাই-বাছাই করতে বেশ বেগ পেতে হয়েছে। সব দিক বিবেচনা করে আজ আমরা ২৪৩টি আসনের তালিকা চূড়ান্ত করেছি। তবে আমরা এখনো আশা করি যে, অন্তর্বর্তী সরকার জাতীয় পার্টিসহ সব দলকে নির্বাচনে সমান সুযোগ প্রদানে কার্যকর পদক্ষেপ নেবে।”