রাজনৈতিক অঙ্গনে বড় পরিবর্তনের আভাস দিয়ে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. রাশেদ খান দল থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগ দিয়ে আগামী নির্বাচনে ‘ধানের শীষ’ প্রতীকের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে নিশ্চিত হওয়া গেছে।
শুক্রবার (২৬ ডিসেম্বর) রাতে গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রাশেদ খান ইতিমধ্যেই পদত্যাগের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন এবং শনিবার অথবা রবিবারের মধ্যে তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করতে পারেন।
আবু হানিফ আরও বলেন, ‘গণ অধিকার পরিষদ থেকে পদত্যাগ করার পর রাশেদ খান বিএনপির সদস্যপদ গ্রহণ করবেন। তিনি আগামী নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক নিয়ে লড়াই করার প্রস্তুতি নিচ্ছেন।’
দলের অন্যতম শীর্ষ নেতার এই হঠাৎ প্রস্থান এবং অন্য দলে যোগদানের বিষয়ে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। রাশেদ খানের পদত্যাগের পর দলের সাধারণ সম্পাদকের গুরুত্বপূর্ণ পদটিতে কে স্থলাভিষিক্ত হবেন—জানতে চাইলে আবু হানিফ বলেন, এ বিষয়ে দলের উচ্চতর পরিষদের পরবর্তী সভায় সিদ্ধান্ত নেওয়া হবে।
উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে আলোচনায় আসা রাশেদ খান দীর্ঘদিন ধরে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছিলেন। তাঁর এই নতুন রাজনৈতিক যাত্রা দলটির অভ্যন্তরীণ সমীকরণে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।




Comments