Image description

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তাঁর মেয়ে জাইমা রহমান আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন। আজ রোববার (২৮ ডিসেম্বর) নির্বাচন কমিশন (ইসি) তাঁদের ভোটার হিসেবে নিবন্ধনের প্রয়োজনীয় ফাইল অনুমোদন করেছে।

নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, আজ ফাইলটি কমিশনে উত্থাপন করা হলে কমিশনাররা তাতে স্বাক্ষর করেন। ইসির জনসংযোগ কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিকও বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।

এর আগে শনিবার দুপুরে তারেক রহমান ও জাইমা রহমান রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে যান। সেখানে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনের একটি নির্ধারিত কক্ষে তাঁদের ছবি তোলা হয়। একই সঙ্গে ১০ আঙুলের ছাপ, চোখের মণির ছাপ (আইরিশ) এবং স্বাক্ষর প্রদানের মাধ্যমে ভোটার নিবন্ধনের বায়োমেট্রিক প্রক্রিয়া সম্পন্ন করেন বাবা-মেয়ে।

ইসি সূত্রে জানা গেছে, তারেক রহমান ও জাইমা রহমান ঢাকা-১৭ আসনের ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন। তাঁদের ভোটার এলাকা হিসেবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) ১৯ নম্বর ওয়ার্ডের গুলশান এলাকা নির্ধারণ করা হয়েছে।

দীর্ঘ প্রায় ১৭ বছর পর দেশে ফেরার পর তারেক রহমানের ভোটার হওয়ার বিষয়টি রাজনৈতিক মহলে বেশ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। আজ ঢাকা-১৭ আসন থেকে তাঁর পক্ষে মনোনয়নপত্রও সংগ্রহ করা হয়েছে।